মোহাম্মদ রবিউল ইসলাম, ঝিনাইদহ।।
খানাখন্দে ভরা সড়ক। সড়কের বিভিন্ন স্থানে জমে আছে দুর্গন্ধযুক্ত নোংরা পানি। বৃষ্টি হলে রাস্তার পানি জমে সৃষ্টি হচ্ছে জলাশয়। যানবাহন চলাচল করা যেমন ঝুঁকি ও ভোগান্তির তেমনই পথচারীদের চলাচল করাও অনুপযোগী হয়ে উঠেছে।
এ চিত্র ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজার বাসস্ট্যান্ড থেকে শৈলকুপা ও বোয়ালিয়া সড়কের শেখপাড়া বাজার বাসস্ট্যান্ড থেকে শেখপাড়া গালর্স স্কুল এন্ড কলেজ পর্যন্ত। দীর্ঘ ও জনবহুল এ সড়কের গুরুত্বপূর্ণ এ অংশটি এখন জনসাধারণের জন্য যেন মরণফাঁদ।
প্রতিনিয়ত এ সড়কটি ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোর মানুষ যাতায়াত করে থাকেন। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। ভোগান্তির শিকার হচ্ছেন এসব সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।
সরেজমিন দেখা গেছে, সড়কটির যেখানে-সেখানে ভাঙাচোরা আর ময়লা দুর্গন্ধযুক্ত পানি জমে আছে। বৃষ্টি হলে দুর্ভোগের শেষ থাকেনা যাতায়াতকারীদের। সড়কটিতে যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও দুরূহ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে সড়কটি। সড়কে ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, অটোভ্যান থেকে শুরু করে ছোট-বড় যানবাহন।
এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, জনবহুল সড়ক হওয়ার পরেও এ সড়কটি দীর্ঘদিন এমন বেহাল দশায় পরে আছে। প্রতিনিয়ত অসংখ্য যানবাহন চলাচল করে এ সড়কে।
সড়কের অবস্থা এতই খারাপ যে রাতের আঁধারে চলাচল করতে গেলে দুর্ঘটনা ঘটে। বলার অপেক্ষায় রাখে না এসব সড়কে চলাচলকারী অসুস্থ ব্যক্তিদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। এতে বিশেষ করে বাইসাইকেল, মোটরসাইকেল চালকদের পড়তে হয় দুর্ঘটনার কবলে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে জানানো হলেও এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে ভ্যানচালক কলিমউদ্দিন জানান, প্রতিনিয়ত এ সড়কে ভ্যান চালানো যেমন কষ্টের। তেমনই ভ্যানের যাত্রীরা বিরক্ত হয়। বাধ্য হয়ে বিকল্প কোন সড়ক না থাকায় এ সড়কে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গাজী শেখ জানান, আমাদের চেয়ারম্যানও এ সড়ক দিয়ে চলাচল করে থাকেন। এ সড়কের বেহাল দশা নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখনও কোন ব্যবস্থা বা কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।