মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নৌকার মাঝি আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড – ২০২৩ পেলেন রুবেল ইবিতে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের কর্মশালা অনুষ্ঠিত আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী ডিএমপির মাসিক অপরাধ সভায় যোগদানের শুরুতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোঃ মাহফুজুল হক ভুঞা খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে রাজারহাটে নৌকার প্রার্থীর পথসভায় মানুষের ঢল কালিগঞ্জ প্রেসক্লাবে তৃণমূল বিএনপির সংসদ সদস্য প্রার্থী ড. আসলাম আল মেহেদীর মতবিনিময় সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহিয়া মাহি
কালিগঞ্জে আন্ত স্কুল ফুটবলে রতনপুর বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন রানার্সআপ উত্তর শ্রীপুর

কালিগঞ্জে আন্ত স্কুল ফুটবলে রতনপুর বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন রানার্সআপ উত্তর শ্রীপুর

 

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে আন্তঃ স্কুল ফুটবল খেলায় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন ও উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছেন।
উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসাও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল খেলা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠের খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ১/১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে খেলাটির টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ফুটবল দল ৪-২ গলে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এই প্রথমবারের মত উপজেলা পর্যায়ে আন্ত স্কুল ফুটবল ফাইনালে খেলা করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এবং সাতারে ঐ স্কুলের দুইজন পুরুস্কৃত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এবাদ আলী, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাফিজুল ইসলাম, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমান প্রমূখ। এছাড়া উপজেলা পর্যায়ে হ্যান্ডবলসহ অন্যান্য ইভেন্টের খেলায় পুরস্কার প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন সোহাগ, তার সহকারী ছিলেন বাবু ও রিফাত।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com