হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নব-গঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সোমবার (২৭ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু ও যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ মোজাহার হোসেন কান্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কার্যনির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর কে বাপ্পা, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, এড. হাবিব ফেরদাউস শিমুল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতিত শেখ ফিরোজ কবির কাজল, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার নাহিদ রেজা, কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমান, থানার সহকারী উপ-পরিদর্শক রূপক সাহা, চাম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, এড. জাফরুল্যাহ ইব্রাহিম, মিলিনিয়াম ইলেক্ট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল্যাহ আল মামুন।