মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারীর “ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ” শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বইটির লেখক ড. নাছির উদ্দীন আযহারী।
জানা যায়, এ গ্রন্থে ‘ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ’-এর আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মানুষ বৈবাহিক ও সামাজিক সম্পর্ক সম্পাদন করছে। এসব ক্ষেত্রে চুক্তিরত উভয় পক্ষের স্থানগত ঐক্য না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে তারা পরস্পরকে প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে।
অনুরূপভাবে তালাক ও অন্যান্য বিচ্ছেদ এ মাধ্যমে হচ্ছে। এই চুক্তিসমূহের বৈধতা আর এ সম্পর্কে ইসলামী শরীয়াহর বক্তব্য নিয়ে অনেকের কাছে অস্পষ্টতা পরিলক্ষিত হচ্ছে।
এ ক্ষেত্রে এসব চুক্তির ধরন, বৈচিত্র্য ও ব্যাপক বিস্তার বিষয়টিকে যেমন জটিল করেছে; তেমনিভাবে এ ব্যাপারে ইসলামী শরীয়াহর দৃষ্টিভঙ্গি, ক্লাসিক্যাল ফিকহে এর নজির সন্ধান ও সমসাময়িক শরীয়াহ স্কলারদের সুচিন্তিত মতামত উপস্থাপন করার প্রয়োজনীয়তা আছে। তাই ইন্টারনেটের মাধ্যমে সম্পাদনের সম্ভাবনা, স্বরূপ, শরয়ী গ্রহণযোগ্যতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ড. নাছির উদ্দীন আযহারী মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে শরী’য়াহ ও আইনের উপর ডিগ্রী লাভ করেন। তাঁর অনার্স, মাস্টার্স, এম.ফিল., পিএইচ.ডি পড়াশোনা ও গবেষণার বিষয় ছিলো শরীয়াহ ও ইসলামী আইন। তিনি বিভিন্ন ইসলামিক ব্যাংক ও ফাইনান্সিয়াল ইনষ্টিউটের উপদেষ্টা।