সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় উপজেলা সন্মেলন কক্ষে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় আবেগঘন বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেছেন, সরকারের নীতিমালা অনুযায়ী সকলের সহযোগিতা নিয়ে ছাতকের মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কাজেই সরকারের নীতিমালার বাহিরে ইচ্ছা থাকলেও কিছু করতে পারিনা। ছাতক উপজেলায় সকল কাজ-কর্মে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা পেয়েছি। সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে টিমওয়ার্কের মতো কাজ করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে ১ বছর ২ মাস দায়িত্ব পালনের সময় যদি কোন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি ছাতকের সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধিসহ সকলের প্রতি সবিনয় আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন মিয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ইসলাম উদ্দিন,ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালিন সাবেক পৌর চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মকবুল আলী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মাষ্টার আওলাদ হোসেন, আলহাজ্ব সুন্দর আলী, এড.সুফি আলম সুহেল, নুরুল আলম, আবুল হাসনাত, আব্দুল হক,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা পরিষদের সি.এ জিতেন বর্ম্মন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আজমান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মোস্তারী,পল্লী জীবিকায়ন কর্মকর্তা নির্মল দাস,সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য আমিনুল ইসলাম আজির, সাংবাদিক আমির আলী, সেলিম মাহবুব, ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, অফিস সহকারী অরুন অধিকারী, কৃষকলীগ নেতা শফিক মিয়া, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী অতিথিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। ##