হাফিজুর রহমান শিমুলঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও পূজা মন্ডপ গুলোতে ডিউটিরত পুলিশ, আনছার ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশগন যথাযথ ভাবে দায়িত্ব পালন করছেন কিনা সে ব্যাপারে বিশেষ গুরুত্বের সাথে তদারকি করেন। উল্লেখ্য যে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে এবার ৫১ টি পূজা মন্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।