“আমরা এখন সপ্তম স্বর্গে আছি
এখানে গড়ে উঠছে নতুন শহর।
রক্তমাখা কাপড় নিয়ে চিৎকার করছে
রোগী আর চিকিৎসকেরা।
শিক্ষকরা শিশুদের প্রতি রাগান্বিত নন,
পরিবারগুলো দুঃখিত ও আহত নয়।
স্বর্গকে ক্যামেরায় বন্দি করছে সাংবাদিকরা।
যে কবিরা অমর প্রেমের গান গেয়েছেন
তারা সবাই এখন গাজায়।
সবাই মিলে স্বর্গে নতুন গাজা তৈরি করেছে
নিষেধাজ্ঞা বিহীন এক গাজা।”
ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনী কবি হেবা কামাল আবু নাদা এর লেখা শেষ কবিতা।
তিনি একজন সৃজনশীল লেখক, অজস্র গল্প, উপন্যাস এবং কবিতা লিখেছেন। জন্ম ১৯৯১ সালে সৌদি আরবে,প্যালেস্টাইনের বেইট জির্জা থেকে ১৯৪৮ সালে বাস্তচ্যূত হওয়া এক শরণার্থী পরিবারে।
তিনি জৈব রসায়ন এবং শিক্ষাগত পুনর্বাসন অধ্যয়ন করে একজন শিক্ষাবিদ হিসাবে কাজ করেতেন। হেবা কামাল বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনিদের মধ্যে প্রথম স্থান। তাঁর লেখা অসংখ্য কবিতা ও গদ্য ইলেকট্রনিকভাবে ও বই আকারে প্রকাশিত হয়েছে। আরব বিশ্বে শারজাহ সৃজনশীলতা পুরস্কার পাওয়া বিখ্যাত ছোটগল্পটির নাম, “অক্সিজেন মৃতদের জন্য নয়”।
তাঁর স্খান হোক সপ্তম বেহেস্তে সম্মানীতদের পাশে, দোওয়া রইলো, 🤲। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের হৃদয়ে অমর হয়ে থাকুক কবি হেবা কামাল আবু নাদা।
কলমেঃ হাসান হাফিজুর রহমান।