কালিগঞ্জ প্রতিনিধিঃ তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীকর মামলা দায়ের করা হয়েছে। (কালিগঞ্জ থানা সংলগ্ন এলাকায়) বিভিন্ন শ্রেণি-পেশার কিছু সংখ্যক দালালদের মাধ্যমে থানায় আগত সাধারণ ও নিরীহ মানুষের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় সংক্রান্ত গত ১৬ই জুন দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় “মেসার্স তদবীর মার্কেট, কালিগঞ্জ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদে কারোর নাম উল্লেখ না থাকলেও সত্য ও বাস্তবসম্মত প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ঠ ব্যক্তিদের গাত্রদাহ শুরু হতে থাকে। চলতি সপ্তাহের ১৮জুন সাতক্ষীরার বিজ্ঞ আমলি ২নং-আদালতে উপজেলা সদরের বাজার গ্রামের মৃত শেখ আব্দুল লতিফের পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান বাদি হয়ে ৫০০, ৫০১, ৫০২, ৫০০ ধারায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম, নুর ইসলাম ও কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এদিকে দৃষ্টিপাতের ব্যুরো প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দের পাশাপাশি দৈনিক দৃষ্টিপাত পরিবারের সাংবাদিকরা বিবৃতি দিয়ে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতি দাতারা হলেন, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, মৌতলা প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, নলতা প্রতিনিধি রফিকুল ইসলাম, চাম্পাফুল প্রতিনিধি মনিরুজ্জামান মনি, মথুরেশপুর প্রতিনিধি ফরিদুল কবির, দক্ষিণশ্রীপুর প্রতিনিধি শাহাদাত হোসেন, কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মাজিদ। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের যুগ্ন আহবায়ক কবির নেওয়াজ রাজ।