. দহন নাকি কষ্ট?
<> হাসান হাফিজুর রহমান <>
কে বেশী পোড়ায় দহন নাকি কষ্ট,
কে বেশী ভেজায় কষ্ট নাকি দহন?
শুনেছি,
চোখে দেখা যায় না, চোখ ভেজায়
তাপ নেই, অথচ পোড়ায় অঙ্গার করে
শব্দ নেই, তবু বাজে বারে বার প্রতিধ্বনি হয়ে।
নৈঃশব্দে খানখান করে দেয় খুব যতনে
ওর বাস অন্তরের অন্তঃপুরে,
কেউ দেখে না, বৈদ্য নিরীক্ষায়ও পড়ে না ধরা
সে দহন, পায় না টের কাছে থাকা মানুষেরাও।
তারপর,
দহন শেষ হলে নাকি
অন্তঃপুরে যে অশ্রু বয়ে যায়
তারে মোছতে কোনও হাতও
সেখানে পৌঁছায় না,
তাকে শুকানোর মতো নেই কোন চিবুকও।
যাকে তোমরা যত্ন করে “কষ্ট” নামে ডাকো।
এবার বলো, কোনটা দেবে দহন নাকি কষ্ট?