লাইভে থাকা অবস্থায় ফিলিপাইনে এক রেডিও জকিকে (উপস্থাপক) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার শিকার ওই উপস্থাপকের নাম জুয়ান জুমালোন। যিনি ডিজে জনি ওয়াকার নামে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে প্রবেশ করে এবং গুলি করে।