বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেইঃ জায়েদ খান

এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেইঃ জায়েদ খান

এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেইঃ জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তিনি ভাবছেন না। হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছেন তিনি।

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন? এ প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।

তিনি আরও বলেন, শিল্পী সমিতিতে থাকা অবস্থায় কোনো কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ জমে গেছে। সেগুলো একে একে শেষ করব।

এ সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নাচবেন জানিয়ে জায়েদ বলেন, শিল্পী সমিতির চেয়ারে থাকা অবস্থায় পারফর্ম করতে পারিনি। অনেকে বলেছে, আপনি কেমন করবেন? তবে এবার করছি, আগেরবারও করেছি।

ডিপজলের প্যানেল নিয়ে জায়েদ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে তো জাতীয় জাতীয় নির্বাচন, তারপর শিল্পী সমিতি।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com