মো: আবু সাঈদ।। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর মন্ডলপাড়া বাজারে তোতা মিয়া নামক এক যুবকের ব্যবসা। দারিদ্র্যতার কারনে পড়াশোনা করার সুযোগ সে তেমন একটা পায়নি। প্রতিদিন সে বাজারে মুরগি বিক্রি করে।
তোতা মিয়া বলেন আমার ব্যবসার ধরনটা উপজেলা কিংবা জেলা শহরের মুরগী বিক্রেতার মত না। গ্রামের মানুষেরা আমার কাছ থেকে তাদের প্রয়োজন অনুযায়ী মুরগির মাংস কিনতে পারে। কেউ ২৫০ গ্রাম কেও ৪০০ গ্রাম কেউবা ৫০০ বা তার ও বেশি। অনেকেই টাকার সংকট থাকার কারনে একটি আস্ত মুরগি কেনার সক্ষমতা রাখে না। তাই এখান থেকে যার যতটুকু দরকার কিনতে পারে।
উচ্চ দ্রব্য মূল্যের বাজারে তার এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তার এই ধরনের উদ্যোগে গ্রামীণ দরিদ্র মানুষ গুলো অনেক খুশি। তোতা মিয়ার ও ভালোই বেচাকেনা হয়। দিনশেষে তার ক্রেতার সাথে সে ও হাসিমুখে বাড়ি ফেরে।