আবু সাঈদ ইসলামপুর (জামালপুর) ।।
জামালপুর ২ ইসলামপুর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদের নির্বাচনী প্রচার শুরু হয়েছে।
১৯ডিসেম্বর( মঙ্গলবার ) থেকে প্রাথমিকভাবে তার নিজ এলাকা গুঠাইল থেকে নেতা কর্মীদের উপস্থিতিতে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তফা আল মাহমুদের কার্যক্রম শুরু হয়।
এসময় মোস্তফা আল মাহমুদ বলেন, ইসলামপুর উপজেলাটি দুইটি বৃহৎ নদী দুই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর পাড়ে অসংখ্য হতদরিদ্র পরিবারের কথা বলে শেষ করা যাবেনা।
ঘোনাপাড়া এলাকার বিল্লাল বলেন, আমরা ইসলামপুর উপজেলা বড় বড় দুই টা নদী তীরবর্তী এলাকায় বসবাস করি, বন্যার সময় আমাদেরকে কেউ খবর রাখে না,মোস্তফা ভাই এমপি হলে আমরা ইসলামপুরের খেটে খাওয়া মানুষ কিছু সাহায্য পামু।
উপস্থিত সকল নেতা কর্মীকে সাথে নিয়ে,গুঠাইল বাজারের দোকানদার ও জনগনেরর সাথে কুশল বিনিময় করে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।
বুধবার(২০ ডিসেম্বর) থেকে
মোস্তফা আল মাহমুদ তার নির্বাচনী এলাকা পরিদর্শনন করতে শুরু করেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হতে পারলে পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষকে দৌড় গরা সেবামূলক কাজ পৌঁছে দিব, জাতীয় পার্টি প্রতিষ্টাতা মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের ইসলামপুরের অসমাপ্ত কাজ শেষ করবেন। ইসলামপুর উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিণত করার আশ্বাসও দেন তিনি।
তিনি আগামী ৭ জানুয়ারি -২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করেন।