দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটার পারুলিয়ায় পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১টায় পারুলিয়া উত্তরণ-সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত সভা অনুষ্ঠিত হয় ।
দেবহাটা উপজেলা পানি কমিটির সহ-সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন জাহান, বিশেষ অতিথি ছিলেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ওয়ারেছীন কবির, উত্তরণের দেবহাটা ব্রাাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, কেন্দ্রিয় পানি কমিটির সদস্য জিল্লুর রহমান, কাজী আব্দুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,
পানি কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি হামিদা খাতুন, শিল্পী খাতুন, সুচন্দ্রা মতি, লক্ষণ চন্দ্র বাঘ, রবীন মন্ডল, বলরাম মন্ডল, বাবুরাম মন্ডল প্রমূখ ।
বক্তরা, ইছামতি ও লাবণ্যবতী খালকে খাল নয় নদী নামে নামকরণ করার কথা ব্যক্ত করেন এবং নাব্যতা বৃদ্ধিতে নদীতে বর্জ না ফেলার শপথ বাক্য পাঠ করেন ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণের তালা প্রতিনিধি দিলীপ রায়না ।