এম এ মান্নান, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় পৌর শহরের ডাকবাংলো পাড়ায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর কর্মকর্তরা এস আই সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযুক্তরা হলেন চৌগাছা পৌর শহরের ডাকবাংলো পাড়ার গৌতম সর্দারের ছেলে সরদার দুর্জয় (২০), এক পাড়ার সমীর সরদারের ছেলে সজীব সরদার (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রদান করা হয়।
এবিষয়ে আদালতের বিচারক সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।