হাফিজুর রহমান শিমুলঃ জামি’ আ এমদাদিয়া তা’লীমুল কুরআন বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসার আয়োজনে প্রতি বছরের ন্যায় অত্র প্রতিষ্ঠানে খতমে বুখারী শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১১ টায় শুরু হয়ে বিকাল ৩টায় সম্পন্ন হয়। জামিয়া এমদাদিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ অজীহুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আল্লামা মুফতী আবদুস সাদেক (দাঃবাঃ)। বিশেষ অতিথি ছিলেন মুফতী আতিকুর রহমান, মুফতী হামিদুর রহমান, মুফতী লুৎফর রহমান, মাওঃ মুসাদ্দিকুর রহমান, মাওঃ আসাদুজ্জামান ও মাওঃ আশরাফ আলী প্রমুখ। সন্মানিত অতিথি ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল মঈন, মুফতী আবু বক্কর সিদ্দিক ও হাফেজ হাবিবুর রহমান। দোয়া শেষে সহস্রধিক ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।