নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গত ৫ ই মার্চ (মঙ্গলবার) ৪নং থালতামাজগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি কুদ্দুস হাসান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোজ্জাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল আশরাফ জিন্নাহ। ঐ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র মহন্ত, সহকারী প্রধান আমিনুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী শিক্ষক সেলিম জাহাঙ্গীর, মোছা: তানজিলা খাতুন, হানিফ সংকেত, অভিভাবক সদস্য আব্দুল হাকিম, মাসুদ রানা, আলমগীর খান, ওহাব প্রাং, রুমা বেগম প্রমুখ। এছাড়াও অত্র এলাকার গগণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।