আমাকে ধৈর্যের কথা শোনাতে এসো না, প্লিজ
হয়তো তোমার জানা নেই
কত কিছুর জন্যই অপেক্ষা করেছি
এ জীবনে,
ঘড়ির ডায়ালের দিকে একটানা চেয়ে
শম্বুক গতিতে চলা কাঁটা দেখতে দেখতে
পার করেছি লম্বা রাত।
স্টেশন টার্মিনাসে বসে থেকেছি
বেহিসেবি সময়, নুইয়ে পড়েছে
ক্লান্ত শরীর বাঁধানো শানে,
নষ্টচন্দ্র রাত কেটেছে
অভিলষিত গন্তব্যের অাশায়
ধোঁয়ার কুন্ডলী গুনে গুনে।
নতুন উষায়, ঝিনুক কুড়াবো গাংচিলদের সাথে, শুধু এমন একটা লাল সূর্য্যদয়ের আশায়
সৈকতে পেরিয়েছি নিকষ আমবস্যার রাত
খসে পড়েছে তারারা একের পর এক।
মনের গহীনে পুষেরাখা ইচ্ছেগুলো
শুনিয়েছি খসে পড়া তারাদের,
তবুও হয়নি পূরন আটপৌরে স্বপ্নগুলো,
নিমেষে হয়েছে ছাই, ধাবমান উল্কার মতোই।
মেনে নিয়েছি সব, শুনেছি প্রতিদিন
অসহ্য গাজ্বলা সব বাক্যবাণ,
হয়তো পালানোর পথ খুঁজতে
দুনিয়া থেকে চিরতরে
সইতে না মোটেও এসব তুমি।
আর আমারও অভ্যাস হয়ে গেছে সেসবে।
আমায় যুদ্ধের ভয় দেখিও না ..
প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি নিজের সাথে
তুমি তো জানো না দৃশ্যের আড়ালে কী ছিল
ফ্রেমে বাঁধানো সুন্দর ছবি হয়ে আছি হয়তো
তবুও একবার, শুধু একবার
সুপ্ত আগ্নেয়গিরি ছুঁয়ে জেনে নাও নিষ্টুর সত্যতা।
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক Hafizur Rahman