পটুয়াখালী জেলা প্রতিনিধি, মৃধা ফয়সালঃ-ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হাসনাইন(২২) নামের একজন লাইনম্যান নিহত হয়েছেন।সোমবার দুপুর ১ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত হাসনাইন এর বাবার নাম জামাল হোসেন।
ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর চালিতাতলি বাজারের কাছে তার বাড়ি।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের এজিএম প্রকৌশলী গগন সাহা জানান,
চন্দ্রদীপ ইউনিয়নের চর নিমদি গ্রামে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বাউফল জোনাল অফিসের লাইন ক্রু লেবেল-১ হাসনাইন বেলা ১১ টায় অফিস থেকে বের হন।তার সাথে জাহিদুল হাসান নামের আরেকজন লাইনম্যান ছিল। হাসনাইন ওই বাড়ির পাশে একটি বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ প্রদানের সময় অসাবধানতা বশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।এ সময় স্থানীয়দের সহোযোগিতায় তাকে দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই ঘটনায় বাউফলের অধিকাংশ মানুষ শোক প্রকাশ করেন