অদ্য ০১/৮/২০১৯ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পরিচালিত ”ORGANIZATIONAL RESOURCE PLANNING (ORP) Software Phase-1 শীর্শক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), মাননীয় রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়। প্রধান অতিথির ভাষণে ডিআইজি মহোদয় ICT বিষয়ে গুরুত্ব আরোপসহ সকল প্রশিক্ষণার্থীকে নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে উক্ত প্রশিক্ষণ লব্ধ জ্ঞান নিজ নিজ কর্মস্থলে প্রয়োগের মাধ্যমে সরকারী দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণে জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম অতিরিক্ত ডিআইজি(অ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ, জনাব মোঃ মুনিবুর রহমান, বিশেষ অতিথি ও প্রশিক্ষণ তদারকি অফিসার অতিরিক্ত ডিআইজি (আইসিটি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ,জনাব আবু হেনা খন্দকার অহিদুল করিম, (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) খুলনা রেঞ্জ উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণার্থী হিসেবে খুলনা রেঞ্জাধীন ১০ টি জেলা ও (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল কুষ্টিয়া, চুয়াডাংগা ও মেহেরপুর) কেএমপি’র অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারবৃন্দ (ফোকাল পয়েন্ট অফিসার) এবং অন্যান্য পদবীর অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।