ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদর হতে পশ্চিম অঞ্চল তথা শ্রীরামপুর, শ্যামগ্রাম,বড়িকান্দী সলিমগন্জ সহ বেশ কয়েকটি ইউনিয়ন ও নবীনগর পৌরসভার চলাচলের মাধ্যম নবীনগর মানিকগর রাস্তাটি সংস্কারে অভাব দুর্ভোগে জনসাধারণ।
নাছিরাবাদ নতুন পাড়া হান্নান মিয়ার বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়, নাসিরাবাদ অভিনাস ভুইয়ার বাড়ির পুর্বপাশে ও কাদির মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে খানাখন্দের কারণে রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
ঝুকিপূর্ণ অবস্থায় চলছে যানবাহন প্রতিনিয়ত ঘটছে কোননা কোন দুর্ঘটনা পাশাপাশি জনসাধারণের গুনতে হচ্ছে মাত্রা অতিরিক্ত ভাড়া।
অটোরিকশা চালক হৃদয় বলেন রাস্তাটি দিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকি যাত্রীরাও ভয়ে গাড়িতে উঠতে চায়না পাশাপাশি গাড়ির অনেক ক্ষতি হচ্ছে।
মোঃ আওলাদ বলেন আমি নিজে দু-দুবার দুর্ঘটনার শিকার হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রাস্তাটি সংস্কার নাকরার কারনে নবীনগর বাসী দুর্ভোগের মধ্যে আছে।
শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল বলেন আমি রাস্তাটি নিয়ে মাননীয় সাংসদ এর সাথে এবং উপজেলা চেয়ারম্যান সাহেবকে পুর্বেও বলেছি আবারও বলবো হয়তো খুব দ্রুত এই সমস্যাটির সমাধান হবে।