সাইফুল ইসলাম।। কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি,
জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহিপুর থানার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মহিপুর প্রেসক্লাব কতৃক বুধবার বিকেল(৫ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যবসায়ীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন, সাধারণ সম্পাদক মাহাতাব হাওলাদার, সাংবাদিক আলামিন অনিক, আতিক, রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহিপুর থানা শাখার সভাপতি মোঃ জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ, মহিপুর সদর থানা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির মুসল্লী এবং মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম রাজিব প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত হামলাকারীদের গ্রেফতার না করে, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।