ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, মহানগরীতে যানজট নিরসন ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের নিয়মকানুন মেনে চললে হবে না পাশাপাশি যাত্রী সাধারণসহ সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকালে উত্তরার আজমপুরে সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাসj চলাচল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম.এ.বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল ব্যবস্থা চালু করা হচ্ছে। যাত্রীরা যাতে যত্রতত্র উঠানামা না করে নির্দিষ্ট যাত্রী ছাউনী থেকে উঠানামা করতে পারে। এই কার্যক্রম সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে প্রায় আড়াই কোটি লোকের বসবাস। এখানে নানাবিধ সমস্যা রয়েছে। এর মাঝেও আমরা ভালো যাতে থাকতে পারি সে চেষ্টাই সবাইকে করতে হবে। ঢাকাবাসী যাতে ভালো থাকে এর জন্য যা করার প্রয়োজন তা করা হবে। থানায় গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করছি। থানায় মামলা বা জিডি হলে জনগণের দোরগোড়ায় গিয়ে পুলিশি সেবা দেয়া হচ্ছে। পুলিশের কোন লোক হয়রানি করলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
ড্রাইভারদের নিয়োগপত্র ও মাসিক বেতন নিয়মিত দিতে পরিবহন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা বলেন, ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল করলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ও যাত্রী সেবার মান বাড়বে। এ কার্যক্রম সফল করতে ঢাকা মেট্রোপলিটেশন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চালুর যাত্রাকে সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রধান বক্তা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, এ শহরকে যানজট মুক্ত করে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই আজকের এই পদক্ষেপ। ডিএমপিসহ সকলের সহযোগিতা নিয়ে এই কার্যক্রম সফল করতে সক্ষম হব।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।