জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি এখন তুমুল আলোচনায়। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা’ সহ পরিবারের সদস্যরা। এমনকি জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার বিষয়ে কথা বলেছেন এই নায়িকা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ‘এতো বছর আমি যে টাকা উপার্জন করেছি সমস্ত অর্থ পরিবার আমার থেকে নিয়ে নিয়েছে। কারণ, আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। আমার টাকায় কেনা অনেক সম্পত্তি আমার নামে কেনা ছিল না। অ্যাকাউন্টগুলো শূন্য। একটা সময় এসে মানুষের বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন হয়। যখন দেখলাম আমার পরিবারই আমার সব কিছু নিয়ে নিয়েছে। তারপরও আমি চুপ ছিলাম। যাদের কোলেপিঠে করে মানুষ করেছি তাদেরই দ্বারায় নির্যাতিত হয়েছি আমি। তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য খুনিও ভাড়া করেছে।’