হাফিজুর রহমান শিমুলঃ সংঘাত নয় ঐকের বাংলদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে আন্তজাতিক অহিংস দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আক্টোবার) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও সুজন কালিগঞ্জ শাখার বাস্তবায়নে আন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সুজনের উপজেলা সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সুজনের উপজেলা সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ প্রেসক্লাবের ও সুজন এর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সাবেক ব্যাংক কর্মকতার্ রনজিত সরকার, নারী সংগঠন বিন্দুর নিবার্হী পরিচালক জান্নাতুল মাওয়া জান্নাত, নবযাত্রার ডালিম, লিডার্সের মৌতলা সমন্বয়কারী শম্পা বিশ্বাস, মিশন মহিলা উন্নায়ক সংস্থায় প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা সমন্বয়কারী আনিছুর রহমান আনিছ প্রমুখ। বক্তরা আন্র্Íজাতিক অহিংস দিবস পালনে মহাত্বা গান্ধীর ১৫০তম জম্ম দিন উপলক্ষ্যে তার অহিংস আন্দোলন বিশ্বময় ছড়িয়ে দিয়ে শান্তির আহবান জানিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য তুলে ধরেন।