মোঃ আকরাম হোসেন :ঢাকা জেলা এবং গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে ব্যাটারী চালিত বাইকের ড্রাইভারদের ব্যাটারী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে মোস্তাকিম নামের একজন ব্যাক্তির নামে গত 25/10/2019 তারিখে গাজীপূর জেলার কালিয়াকৈর থানায় এবং আশুলিয়া থানায় এব্যাপারে অভিযোগ করেছেন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের এরশাদ নামের এক ব্যাক্তি এবং গাজীপূর জেলার কালিয়াকৈর থানার সফিপূরের শাখাওায়াত নামের একজন উক্ত অভিযোগে উল্লেখ করেন যে শাখাওয়াত নামের ঐ ব্যাক্তি 5 লক্ষ 50 হাজার টাকা এবং এরশাদ নামের ঐ ব্যাক্তি সহ তাদের সাথে আরো মিলিত ব্যাক্তিদয় মিলে পাইবে 1 Lac70 হাজার টাকা অতিদরিদ্র মানুষ কে বোকা বানিয়ে প্রতারক মোঃ মোস্তাকিম মিথ্যাচারের কাহিনী সাজিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা প্রতারক তার পুরা পরিচয় গোপন করে মিথ্যা ঠিকানা দিয়েছে বলে যানাযায় প্রতারক মোস্তাকিমের ব্যাবহার কৃত মোবাইল ফোন নং 01773120615 এবং 01409004519। অভিযোগ কারীরা এব্যাপারে আইন অনুযায়ী প্রশাষনের আশু হস্থক্ষেপ কামনা করেন এবং প্রতারক মিথ্যাচার ছদ্মবেশ ধারী মোস্তাকিমের প্রতারানার হাত থেকে জনসাধারন কে সজাগ থাকার আহবান করেন আইন প্রয়োগকারী এস আাই….মাহমুদউল্লাহ …. এর নিকট যানতে চাইলে তিনি বলেন এমন প্রতারকে ভরেগেছে দেশ তবে আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করবো যাতে প্রতারক যেনো এমন অপরাধ করে পার না পেয়ে যায়।