আজ ৩০/১১/২০১৯ ইং রোজ শনিবারববে-সরকারি পর্যায়ে অন্যতম বৃহৎ মেধাবৃত্তির আসর ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি-২০১৯ এর ফল প্রকাশিত হয়েছে।
আজ সকাল ১১ টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদে মেধাবিদের বহুল আকাংখিত এ ফল ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে, এ বছরের ১৯ অক্টোবর নবীনগর উপজেলার পিইসি, জেএসসি, ইবতেদায়ি ও জেডিসির প্রায় দুই হাজার দুইশত ক্ষুদে মেধাবি ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করেন।
অংশগ্রহণকারী মেধাবিদের মধ্য থেকে পিইসি ও ইবতেদায়িতে ৩৪ জন ট্যালেন্টপুল ও ২১৭ জন সাধারন গ্রেড এবং জেএসসি ও জেডিসিতে ২১ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারন গ্রেডসহ সর্বমোট ৩৫৪ জন মেধাবি শিক্ষার্থী তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খ্যাতনামা এ বৃত্তি লাভ করেন।
উক্ত বৃত্তি ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যারিস্টার জাকির আহাম্মদ ঢাকা থেকে স্কাইপের মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন: একটি সমাজ ও জাতিকে উন্নয়নের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।
তিনি আরও বলেন আজকের এই ক্ষুদে মেধাবিরাই হবে শিক্ষায় সমৃদ্ধ, আলোকিত নবীনগর গঠনের স্বপ্নসারথী।
প্রতিষ্ঠানটি ২০১২ সন থেকে নিয়মিত এই মেধাবৃত্তির আয়োজন করে এবং ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত লাভ করেছে।