মোঃ শাহীন মিয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আগ্নেয়াস্ত্রের স্মাট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাাপ্তির বিষয়টি সরকার ডিজিটাল প্রক্রিয়ার আওতায় নিয়ে এসেছে। তারই ধারাবfহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আগ্নেয়াস্ত্রের স্মাট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটি রবিবার (০২/১১) নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
এর পূর্বে জেলা প্রশাসক ইব্রাহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কেন্দ্র, ভোলাচং কমিউনিটি ক্লিনিক,স্থানীয় এনজিও হোপ,নবীনগর পৌরসভা,নবীনগর থানা পরিদর্শন,ভূমি অফিস এবং উপজেলার মাদ্রাসাসহ ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরমেয়র অ্যাডভোকেট শীব শঙ্কর দাস,অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,অফিসার ইনচার্জ রনোজিত রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু আহম্মেদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন,
আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, চেয়ারম্যান আবদুর রউফ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যাংক ম্যানেজার,স্থানীয় নের্তৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।