মোঃ মনির হোসেন শাহীন: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রমের উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সরকারের ২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নির্নয় শাখা এর উদ্যোগে অনুষ্ঠিত অবহিতকরণ এ সভায় আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পৌরসভা ও ২১টি ইউনিয়নের একযোগে কুকুরসহ যে সকল প্রাণীর কামড়ে ও আঁচরে জলাতঙ্ক রোগ হয় সে সকল প্রাণীদের টিকা দেয়া হবে।
জলাতঙ্ক রোগ বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য অন্যতম হুমকি স্বরুপ। এ আক্রান্তে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অস্থান ৩য় স্থানে। এই রোগ নিরসনে ইতিমধ্যে ৬৭টি জলাতঙ্ক নিয়ন্ত্রণ এবং নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে।
কুকুর, বিড়াল, শিয়াল এবং বানরের কামড়ে আক্রান্ত হয় বছরে প্রায় ৪ লাখ মানুষ। এসব রোগীদের আধুনিক চিকিৎসা প্রদান এবং নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে অবহিতকরণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ কার্যক্রমকে সহায়তা করার জন্য সকল জনসাধারনের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ২১ জন চেয়ারম্যানের মধ্যে ১৮ জন চেয়ারম্যান এই সভায় অনুপস্থিত ছিলেন। কেন উপস্থিত ছিলেন না তার যথাযথ কারণ জানা যায়নি।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, ডাঃ মোহাম্মদ আহম্মদ হোসেন, ডাঃ জেবিন। আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীম আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, এমডিভির সুপারভাইজার আমজাদ হোসেন প্রমূখ।