বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
হিন্দু পাপিয়া ঘোষকে অপহরণের ২৬দিনেও উদ্ধার করতে পারেনি !!স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা

হিন্দু পাপিয়া ঘোষকে অপহরণের ২৬দিনেও উদ্ধার করতে পারেনি !!স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা

উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিনিধিঃ হিন্দু মেধাবী ছাত্রী পাপিয়া ঘোষকে অপহরণের ২৬দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণের ২৬দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন উদ্ধার করতে পারেনি মেধাবী ছাত্রী পাপিয়া ঘোষকে (২৪)। গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে১০ টার দিকে বান্ধবীর বাসা থেকে বাড়িতে ফেরার সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকার ১০নং সেক্টরের ১৭নং রোডের ২০নং বাড়ি সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রাইভেট কারযোগে তাকে অপহরণ করে। এ ঘটনার পর পাপিয়ার কোন সন্ধান না পেয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভাই সম্ররাট ঘোষ তার মামাতো ভাই সঞ্জয় ঘোষকে সাথে নিয়ে ঢাকা উত্তরা পমিশ্চম থানায় বিষয়টি জানান এবং দুর্বৃত্তদের কবল থেকে বোনকে উদ্ধার করার জন্য একটি মামলা (নং-১৬) দায়ের করেন। হিন্দু মেধাবী ছাত্রী পাপিয়া ঘোষকে অপহরণের ২৬দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহরণের শিকার পাপিয়া ঘোষ ঢাকা বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশান ডিজাইনিং বিভাগের (বিইউএফটি) মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের পরিতোষ কুমার ঘোষ ও মাতা তাপষী রানীর মেয়ে।
মামলার বাদী ভাই সম্রাট ঘোষ জানান, গত ৫ ফেব্রুয়ারি বিকালে পাপিয়া তার বান্ধবী একই ক্লাসের সিরাজুন মনিরা (২৬) ও অংকিতা সাহা নিপার (২৪) সাথে ক্লাসের এস্যাইমেন্ট নিয়ে কাজ করার জন্য উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টরের ১৭নং রোডের ২০নং বাড়িতে (লিফটের-৩) যায়। তিনি বলেন, যাওয়ার সময় পাপিয়ার রুমমেট তামান্নাকে ফিরতে দেরি হবে বলে ফোনে জানিয়ে দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে নিজ রুমে ফেরার কথা থাকলেও বাসায় না ফেরার বিষয়টি রুমমেট তামান্নার কাছে জানতে পারেন। এঘটনার পর সম্ভব্য সবস্থানে অনেক খোঁজ করেও তাকে না পেয়ে অবশেষে উত্তরা থানার ১০নং সেক্টরের ১৭নং রোডের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন ৫ ফেব্রুয়ারি বান্ধবীর বাসা থেকে ফেরার জন্য বাসার নীচে অবস্থান করাকালে পাপিয়াকে একটি প্রাইভেট কারযোগে দুর্বৃত্তরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। যা উক্ত এলাকার সিসি টিভি ফুটেজে অজ্ঞাত একটি প্রাইভেট কার কিছুসময় অবস্থান করে দ্রুত এলকা ছেড়ে চলে যায়। এঘটনা জানতে পেরে তিনি ও তার মামাতো ভাই সঞ্জয় ঘোষকে সাথে নিয়ে ঢাকার উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
সঞ্জয় ঘোষ বলেন, মামলা দায়ের করার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও উত্তরা পশ্চিম থানা পুলিশ পাপিয়াকে উদ্ধার বা তার কোন সন্ধান দিতে পারেনি। তিনি অভিযোগ করে জানান, পুলিশ পাপিয়া ঘোষের সন্ধানে আজ পর্যন্ত কোন কার্যকর ভূমিকাই গ্রহণ করেননি যা তাদের কাছে খুবই উদ্বেগের বিষয়। তিনি বলেন, অপহরণের পর থেকে পাপিয়ার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এদিকে ঢাকা বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশান ডিজাইনিং বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী পাপিয়া ঘোষের অপহরণকারীদের গ্রেপ্তারের দাবী ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রগতিশীল সংগঠন সমুহের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়েছে। একই সাথে তারা পরবর্তী কর্মসুচী ঘোষনা করে অবিলম্বে পাপিয়া ঘোষকে উদ্ধার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে ঢাকা (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com