অনলাইন ডেস্কঃ
আধুনিক জনপ্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যা নিয়ে উপজেলা প্রশাসকের দপ্তরে গণশুনানী নামে উপজেলা প্রশাসকের সাথে জনগণের আলোচনা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বুধবার গণশুনানীর মাধ্যমে উপজেলা প্রশাসক জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনছেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ তৎক্ষণাৎ নিষ্পত্তি করে জনগণকে সেবা প্রদান করছেন। এছাড়াও টেলিফোনে বা লিখিতভাবে বিভিন্ন দপ্তর বা ব্যক্তির সাথে যোগাযোগ করে জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন নিষ্পত্তি করা হচ্ছে। জনগণের সভার সিদ্ধান্ত সমূহ লিখিত ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসকের দপ্তরের দোতলায় অবস্থিত উপজেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করতে পারেন ।সপ্তাহের প্রতি “বুধবার” উপজেলা প্রশাসকের সেমিনার কক্ষে গণ শুনানি অনুষ্টিত হয়। শুনানিতে বিভিন্ন স্তরের নাগরিক আসেন উনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। উপজেলা প্রশাসক আগত নাগরিকগণের কথা শুনে এবং বুঝে বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেন। উপজেলা প্রশাসকের সাথে যে কোন সমস্যা নিয়ে জনগন সরাসরি কথা বলতে পারবে প্রতি বুধবার সকাল ১১.০০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে দেবহাটা , সাতক্ষীরা