অদ্য ২৯/০৩/২০২০ খ্রিঃ রাতে যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয় এর নেতৃত্বে সমাজে অসহায় খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাবার সামগ্রি বিতরণ করলো যশোর জেলা পুলিশ। আজও সারা দিনের অফিসের কাজ শেষ করে রাতের আঁধারে সমাজের অসহায় খেটে খাওয়া দিনমজুরদের কথা চিন্তা করে ব্যাগ ভর্ত্তি খাবার সামগ্রি নিয়ে হাজির হলেন পুলিশ সুপার মহোদয়। এসময় যশোর শহরের বারান্দীপাড়া, আর এন রোড ও ঘোপ এলাকার প্রায় ৩০০ টি পরিবারের মাঝে খাবার সামগ্রি বিতরণ করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দূরদিনে তাদের পাশে থাকা। তিনি আরোও বলেন, নভেল করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমরা খাবার সামগ্রি বিতরণের সময় পরস্পরের মাঝে দূরত্বটা নিশ্চিত করেছি। আমরা চেষ্টা করবো এই মানুষ গুলির পাশে থাকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্ববান জানান।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ) যশোর, মহোদয়, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর মহোদয়, জনাব জামাল আল-নাসের অতিঃ পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয় সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।