আল ইমরান,অনলাইন ডেস্কঃ
সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে গত ২৬ শে মার্চ থেকে সারা বাংলাদেশ লকডাউন ঘোষণা করা হয়। এ আবস্থায় কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সংকট নিরসনের জন্য আরোও একশত দুঃস্থ ,অসহায় ও হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়ত দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত বিপ্লব কুমার সাহা।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় আজ সকালে দেবহাটার উপজেলাধীন বিভিন্ন এলাকায় অসহায় মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল,২ কেজি ডাল,৩ কেজি আলু, ১ কেজি ভোজ্য তেল এবং ১ টি করে সাবান বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সবুজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র,সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী সহ প্রমুখ।