হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ত্যাগী নেতা লুৎফুরজামান বাবর জেলা থেকে মুক্তি পাওয়ায় কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক সংগ্রামী নেতা মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, ওলামা দলের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মজিদ,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুল্লাহ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, শরিফুল হালদার, আবুল হোসেন, ইদ্রিস, হামিদুল, সবুজ, ফিরোজ, ওসমান, হাবিকুল, আনারুল, সাইফুল, জাকির, ওমর, সোহাগ, সুব্রত, শাহীন, গফুর, কামরুল, মিন্টু, ইমরান, রমিজ, আবু সাইদ, মোস্তাফিজ প্রমুখ। উল্লেখ্য যে, জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রোকন ও সদস্য সচিব ছোটন এর নেতৃত্বে দলের প্রত্যেকটি কর্মসূচি যথাযথভাবে পালন আসছে। বিগত সরকারের আমলে অবৈধ নির্বাচন প্রতিরোধ, অবরোধ ও হরতাল সফলে বিশেষ ভুমিকা পালনে এ সংগঠনটি ছিলো সর্বদা সরব।