লা-মিজারেবল
বৃষ্টিরা পশরা সাজিয়েছিল নগরের বিক্ষিপ্ত ল্যামপোস্টে,
পথশিশুর যুগলবন্দী প্রেমিক হৃদয় লুকিয়ে ছিল শহুরে কদমফুলে,
আঙ্গুলগুলো ব্যস্ত ভীষণ
ভালোবাসা কিনবো সিগন্যাল মোড়ে
রাজপথ অথবা তোমার রোদে পোড়া দু’চোখ ভুলে।
আমি হব অনার্দ্র মেঘফুল
তুমি হবে লা’মিজারেবল
মোমের আলোয় চিত্ত হবে উদ্ভাসিত।
অথবা সেই প্রেমিকযুগলের দীর্ঘশ্বাস
আগত বরষায় আমরা ভাসবো
ভেজা নগরেই হোক নরকের কারাবাস।।
( মাশরুরা লাকি)
একজন কবি চিরটাকাল লিখে যান মনের আনন্দে। কবির আবেগ, কবির অনুভূতি, কবির চেতনা, কবির চিত্রকল্প পাঠকের হৃদয়ে আলোড়ন তোলে। পাঠক কবির লেখার মধ্যে দিয়ে একটা স্বপ্নের জগতে বিচরণ করেন। পাঠকের হৃদয়ে সুখানুভূতি সৃষ্টি করেন কবি। একটি বিশুদ্ধ কবিতা পাঠের পর পাঠক বেশ কিছুটা সময় সেই কবিতার রাজ্যে নিজেকে হারিয়ে ফেলেন। এভাবেই কোনো কোনো কবিতা কাল পেরিয়ে মহাকালের আঙিনায় ঠাঁই পায়। কবিতা যাঁরা লিখেন তাঁদেরকে স্বপ্নের ফেরিওয়ালা বলা হয়। কবি মাশরুরা লাকি একজন স্বপ্নের ফেরিওয়ালা। আজ এই কবির পৃথিবীতে আগমন দিবস। শুভ জন্মদিন কবি মাশরুরা লাকি। বাংলা কবিতার সাম্রাজ্যে আপনার কবিতা উত্তরোত্তর উৎকর্ষ সাধনে এগিয়ে যাক।
প্রিয়দিন জন্মদিনে উদ্যান লিটলম্যাগ ও মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কবি মাশরুরা লাকীর জন্য অনেক শুভ কামনা।
তৌফিক জহুর
কবি ও সম্পাদক
উদ্যান
আলোকচিত্রে কবির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ও একুশে বইমেলা ২০২০ এ উদ্যান লিটলম্যাগের পরিবার