করোনায় মৃতদের দাফনের জন্য জমিটাই দান করে দিলেন এএসপি।বাংলাদেশে প্রতিদিন করোনাভাইরাসে ও মৃতের সংখ্যা বাড়ছে। আবার মৃতদেহ দাফনে বাধা দেওয়া বা লাশ বহনে খাটিয়া পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না এমন ঘটনাও ঘটছে অহরহ। এমন পরিস্থিতিতে মানবিকতার উদাহরণ নিয়ে এগিয়ে এসেছেন পুলিশের একজন কর্মকর্তা। নিজের কেনা ১০ শতাংশ জমি দান করে দিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনের জন্য। করোনা আক্রান্ত লাশের দাফনে কোথাও বাধা পেলে তার জমিতে দাফন করা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
তিনি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত করিম রাসেল। ৩৩তম বিসিএস কর্মকর্তা এনায়েত বর্তমানে ঢাকায় সিআইডি সদর দপ্তরে কর্মরত। কয়েক বছর আগে মানিকগঞ্জ শহরের গংগাধরপট্টি এলাকার নওখন্ডায় ওই জমি কিনেছিলেন তিনি। তার বাড়িও মানিকগঞ্জে।
পুলিশ কর্মকর্তা এনায়েত করিম বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) বলেন, এরই মধ্যে আমার ইচ্ছার কথা মানিকগঞ্জের জেলা প্রশাসক, মেয়রসহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সেখানে দাফনের অনুমতিও দিয়েছে স্থানীয় প্রশাসন।
এসময় পুলিশ কর্মকর্তা এনায়েত করিম আরও বলেন, গত বছর তিনি জমিটা কিনেছিলেন। পরে তার মনে হয়েছে জেলা শহর ও আশপাশের এলাকায় কবরস্থানের সংকট রয়েছে। তখন তিনি ১০ শতাংশ জমিতে কবরস্থান করার উদ্যোগ নেন। তার চিন্তা ছিল স্থানীয় কেউ মারা গেলে যেমন এখানে দাফন করা যাবে, তেমনি বেওয়ারিশ লাশও দাফন হবে।