চট্টগ্রাম প্রতিনিধি ঃইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকার পরিবারের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগ। করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া এসব পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয় কেএসআরএমের পক্ষ থেকে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান হকার সমিতি নেতৃবৃন্দের কাছে তা আনুষ্ঠানিক হস্তান্তর করেন।
কেএসআরএমের পক্ষে দেওয়া নিত্যপণ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৭ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি, রসুন আধা কেজি। প্রাথমিকভাবে ৩৫০ হকার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, মহামারী করোনার প্রভাবে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আর্থিক সংকটে পড়েছে চরমভাবে। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। সহযোগিতার হাত বাড়াতে কর্মহীন হয়ে পড়া মানুষের প্রতি। এরই অংশ হিসেবে আমরা জানতে পেরেছি চট্টগ্রামে প্রায় ১ হাজার পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে ৩৫০ পরিবার দুর্বিসহ জীবনযাপন করছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএমের সহায়তায়। আরও বিভিন্ন শিল্পগ্রুপ আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। ভবিষ্যতে আরও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি দেওয়া হবে অসহায় বিভিন্ন পেশার মানুষ চিহ্নিত করার মাধ্যমে। আমরা এসব সামগ্রী তালিকাভুক্ত হকার পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেবো রাতের মধ্যেই। যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায়।
কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার বলেন, এসব আমাদের সামাজিক দায়বদ্ধতার ও ধারাবাহিক কাজেরই অংশ। বৈশ্বিক মহামারি করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে কেএসআরএম বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে। এসব পণ্য সামগ্রীও দেওয়া হয়েছে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের আন্তরিক সহযোগিতায়। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন প্রমুখ