রাজাপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আহসান হাবীব সোহাগ কে জুতাপেটার হুমকি দিলো এক পল্লী ডাক্তারের পুত্র জুয়েল।
ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক আহসান হাবিব সোহাগ একজন মানবপ্রেমী ক্লিনিক ও ঔষধ ব্যবসায়ী। নাগরিক স্বার্থে তিনি মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের কথা চিন্তা করে ইতিপূর্বে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বিভিন্নজনকে। সেবা অব্যাহত রাখতে তার প্রতিষ্ঠান সোহাগ ফার্মেসী ও সোহাগ ক্লিনিকে ঔষধসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন খাতে বিশেষ মূল্য ছাড় দেয়ার ঘোষণা করা হয়। যা সাধারণ মানুষের মাঝে স্বস্তির নি:শ্বাস ফেলে।
বিশেষ মুল্য ছাড় দেবার জন্য সোহাগ ক্লিনিকের পরিচালক মোঃআহসান হাবীব সোহাগকে প্রকাশ্যে জুতা পেটা করার হুমকি দিয়েছেন পল্লী ডাক্তার আব্দুস ছাত্তারের পুত্র সাংবাদিক নামধারী জুয়েল। ইতিপূর্বেও এই চক্রটি সোহাগের সেবাধর্মী কার্যক্রমে ঈশ্বার্নিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।
এ ঘটনায় ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, নাগরিক স্বার্থে একজন ব্যবসায়ী এ ধরনের সিদ্ধান্ত নিতেই পারেন। আমরা তাকে স্বাগত জানাই। সেক্ষেত্রে ওই সিন্ডিকেটের এই ধরনের নষ্ট শিষ্টাচার কোনোক্রমে মেনে নেয়া যায়না। এ ধরনের গর্হিত মন্তব্যের তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা প্রার্থনার আহবান আহবান জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।