মোঃ মেহেদী হাসান লাবু :দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে সৌরভ (১৮) ও রাহিম (১৭) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত সৌরভ (১৮) ঠাকুরগাঁও সদর উপজেলার গোপালপুর গ্রামের নাজমুল ইসলামের ছেলে সে গড়েয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও মৃত রাহিম (১৭) একই গ্রামের রাজিউল ইসলামের ছেলে সে ঠাকুরগাঁও জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কে,এম কুতুবউদ্দিন জানান, শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া নামক স্থান থেকে বেশ কয়েকজন গোসল করতে আসে আত্রাই নদীতে। দুপুর ১টায় তারা আত্রাই নদীর ঝাড়বাড়ি জয়গঞ্জ খেয়াঘাটে গোসল করতে নামে। এসময় সৌরভ ও রাহিম নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে আসা বন্ধুদের সাথে স্থানীয়রা অনেক খোজাখুজি করেও ঐ দুই ছাত্রকে পাওয়া যায়নি।
পরে দিনাজপুর জেলার খানসামা ফায়ার সার্ভিসের লোকবল ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের যৌথ প্রচেষ্টায় বিকেল ০৫ টার সময় দুই ছাত্রের লাশ উদ্ধার করে।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াসিন হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীরগঞ্জ উপজেলা, দিনাজপুর।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন,
আত্রাই নদীর ঐ স্থানে বালু উত্তোলনকারীরা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। গোসল করতে এসে সেই গর্তেই ডুবে অকালে প্রাণ হারিয়েছে ঐ দুই বন্ধু।