শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পিরোজপুরে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন কুয়াকাটায় রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি র‍্যালি অনুষ্ঠিত কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে: নুরুল হক নুর অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরার পুলিশ সুপার দূষণ রোধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা, ১০৬ টি ইটভাটা বন্ধ: আজ ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা। সৌদি আরবে সফল তিন দিনের হজ প্রশিক্ষণ কর্মসূচি: ২,০০০ এর বেশি অংশগ্রহণকারীর দক্ষতা উন্নত শীতলা মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে পুলিশ কমিশনার  দেবরের হাতে ভাবি খুন ১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান করেছে ডিএমপি

কালিগঞ্জে গুড় ব্যবসায়ী আব্দুল কুদ্দুচ্ছের শিক্ষাক্ষেত্রে ১৮ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রী অর্জন

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০, ১০.৪০ এএম
  • ৩১৪ বার পঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের শেখ আব্দুল কুদ্দুছ। বয়স ৫৫ বছর, এ পর্যন্ত তিনি ১৮টি বিষয়ে সর্বোচ্চ শিক্ষা সনদ লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

১৯৬৫ সালে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শেখ আব্দুল কুদ্দুছ। পিতা মৃত আলহাজ্ব শেখ সামছুর রহমান ও মা অলেদা খাতুন। ছোটবেলায় পড়ালেখার প্রতি তেমন আগ্রহ ছিল না কুদ্দুছের। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার আগ্রহ বাড়তে থাকে। সেই আগ্রহ থেকেই এ পর্যন্ত ১৮ টি বিষয়ে স্নাতক বা সমমান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শেখ আব্দুল কুদ্দুছ ১২বছর ধরে কর্মরত আছেন স্থানীয় কাশিবাটি মহিলা দাখিল মাদ্রাসার সুপার পদে। এর আগে ৪ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করেছেন শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসায়। স্থানীয় দুইটি মাদ্রাসায় (এমপিও ভুক্ত নয়) ১৬ বছর সুপার পদে দায়িত্ব পালনের পরও এলাকায় শেখ আব্দুল কুদ্দুছের পরিচয় ভিন্ন।
এলাকায় তাকে ‘গুড়ে কুদ্দুছ’ নামে সবাই চেনেন। কারণ অবসরে তিনি হাটে হাটে গুড় বিক্রি করেন। সেই গুড় বিক্রির টাকা দিয়েই চলে নিজের পড়ালেখাসহ সংসার খরচ। কুদ্দুছ জানান, “যে দুটি মাদ্রাসায় ১৬ বছর সুপার পদে দায়িত্ব পালন করছেন তার একটিও এমপিওভুক্ত নয়। তাই বেতনও তেমন একটা পান না। যেহেতু তাহার নিজের সংসার আছে, ছেলে পড়ালেখা করে, সে নিজেও পড়ালেখা করে, তাই একটু বাড়তি আয় দরকার।” এ ছাড়া অবসরে তিনি আরও একটি কাজ করেন। এলাকায় ছেলেমেয়েদের মাস্টার্স পাস করায় উদ্বুদ্ধ করেন আর বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য ও সাজেশন দিয়ে সাহায্য করেন।
উল্লেখ্য, শেখ আব্দুল কুদ্দুছ এক সন্তানের জনক। তার ছেলে বর্তমানে এইচ.এস.সি পাশ করে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন।
এতগুলো বিষয়ে পাশের রহস্য জানতে চাইলে কুদ্দুছ জানান, “একপ্রকার জেদের বসে আমি এতগুলো বিষয়ে পাশ করেছি। আমি যখন ১৯৮২ সালে গোলাপদিয়া হাইস্কুল (বর্তমানে নেই) থেকে এসএসসি পরীক্ষা দেই তখন আমার সাথে পড়া এক মেয়ে একটা কারণে আমাকে সবার সমানে অশিক্ষিত, ছোটলোক মূর্খ বলে অপমান করেছিল। সেদিন সবার সামনে অশিক্ষিত ও মূর্খ বলায় খুব জেদ হয়েছিল শিক্ষিত হওয়ার। সেই জেদের কারণে নতুনভাবে পড়ালেখা শুরু করি। আমার সেই নতুনভাবে শুরু করা পড়ালেখা এখনো চলছে। থামতে ইচ্ছে হয়নি, কারণ আমি তখন থেকেই পড়ালেখার মধ্যে মজাটা খুঁজে পেয়েছিলাম। আর সেই মজার কারণেই আমি এতগুলো বিষয়ে পাস করেছি।”
অবসর পেলেই হাটে গুড় বিক্রি করেন কুদ্দুছ। কতদিন চালিয়ে যেতে চান নিজের পড়ালেখা এমন প্রশ্নে কুদ্দুছ বলেন, “আমি এখন সরকারি বিএল কলেজ খুলনায় অর্থনীতিতে এমএসএস করার জন্য অধ্যয়নরত। অর্থনীতিতে পাস করার পর এত বছরের পড়ালেখার ইতি টানতে চাই। কারণ এখন আমার বয়স হয়েছে। সঠিকভাবে সব কিছু আর সেভাবে মনে রাখতে পারি না। তাছাড়া আমার ছেলে বড় হয়েছে। সব কিছু যদি ঠিক থাকে তবে এই অর্থনীতিতে হবে আমার শেষ পাশ।” একনজরে কুদ্দুছের ১৮বিষয়ে পাশের বিবরন উল্লেখ করা হলো। * ফাযিল, কেশবপুর বাহারুল উলুম মাদরাসা, যশোর (১৯৮৮) * কামিল (হাদিস), কেশবপুর বাহারুল উলুম মাদরাসা, যশোর (১৯৯০) * কামিল (ফিকাহ), সাতক্ষীরা আলিয়া মাদরাসা (১৯৯৪) * কামিল (তাফসির), শাহ আবাদ মাজিদিয়া আলিয়া মাদরাসা, নড়াইল (১৯৯৬)
* কামিল (আদব), শাহ আবাদ মাজিদিয়া আলিয়া মাদরাসা, নড়াইল (১৯৯৯) * কামিল (মোজাব্বিদ), ঢাকা আলিয়া মাদরাসা (২০০১) * এমএ (আরবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, (সান্ধ্যকালীন) (১৯৯৫)* এমএ (সমাজবিজ্ঞান), রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (১৯৯৭)* এমএ (ইসলাম শিক্ষা), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৩)* এমএ (ইসলামের ইতিহাস), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৫) * এমএ (ইতিহাস), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৪) * এমএ (দর্শন), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৬) * এমএ (সংস্কৃত), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৮) * এমএ (বাংলা), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৯) * এমএ (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি বিএল কলেজ, খুলনা (২০১২) * বিএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা (২০১০) * এমএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা (২০১৩) * এলএলবি, জাতীয় বিশ্ববিদ্যালয় (২০০৮) বর্তমানে অর্থনীতি বিষয়ে এমএ করছেন খুলনার সরকারি বিএল কলেজে। ১৯৮২ সালে বিষ্ণুপুরের গোলাপদিয়া হাইস্কুল (বর্তমানে নেই) থেকে এসএসসি পাসের পর ১৯৮৩ সালে দারুল উলুম চৌমুনী সিনিয়র মাদরাসা থেকে দাখিল পাস করেন। আলিম পাস করেন ১৯৮৫ সালে গোমানতলি সিনিয়র মাদ্রাসা থেকে। এরপর ১৯৮৮ সালে যশোরের কেশবপুর বাহারুল উলুম মাদ্রাসা থেকে ফাযিল পাস করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
    123
18192021222324
25262728293031
       
  12345
20212223242526
2728293031  
       
15161718192021
2930     
       
     12
24252627282930
       
2930     
       
    123
       
    123
25262728   
       
     12
31      
   1234
262728    
       
  12345
2728     
       
   1234
       
     12
31      
1234567
891011121314
15161718192021
2930     
       
    123
11121314151617
       
  12345
20212223242526
27282930   
       
      1
2345678
23242526272829
3031     
      1
       
293031    
       
     12
10111213141516
       
  12345
       
2930     
       
    123
18192021222324
25262728293031
       
28293031   
       
      1
16171819202122
30      
   1234
       
14151617181920
282930    
       
     12
31      
     12
3456789
10111213141516
17181920212223
       
© All rights reserved © MKProtidin.Com
Theme Developed BY ThemesBazar.Com