অদ্য ২৫ ফেব্রুয়ারি(মঙ্গলবার) ২০২৫ তারিখ, সকাল ৫ঃ৩০ ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন সুটিয়াকাঠী ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ড মিয়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,যানাযায় মিয়ারহাট মাছের বাজার সংলগ্নে পোল্ট্রির দোকান এবং মুদিমনোহারির দোকান সহ প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। দুর্ঘটনাটি নদী সংলগ্ন হওয়ায় স্থানীয় লোকজন দ্রুততম সময় পানি দিয়ে নেভানোর চেষ্টা করে,সেই সাথে স্থানীয় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে তাদের সহায়তায় আগুন ৭ঃ৫০ ঘটিকায় নিয়ন্ত্রণে আসে। এছাড়াও উক্ত অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাউখালী উপজেলার চৌকস ফায়ার সার্ভিস ইউনিট উপস্থিত হয়ে অগ্নি নিবারনের সহযোগিতা করেন।
অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ধারণা,ঘটনাস্থলে বাজারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা প্রায় ৬/৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন।