আরিফ:গোপন তথ্যের ভিত্তিতে যশোরে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকার ওই মাঠে অভিযানে গিয়ে গাঁজা গাছসহ ইকলাছ হোসেন (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ইকলাছ ওই গ্রামের মৃত মোহর বিশ্বাসের ছেলে। তিনি বেগুন ক্ষেতে গোপনে গাজার চাষ করে, মাদক ব্যাবসায়ী কারবার করে আসছে।
খাজুরা পুলিশ ফাঁড়ির (আইসি) উপ-পরিদর্শক (এসআই) জুম্মান খান সাংবাদিকদের বলেছেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ১টি টিম গাইদঘাট এলাকার ১টি বেগুনক্ষেতে অভিযান চালায়।
এই সময়ে ১টি বেগুন ক্ষেত থেকে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।