মেহেদি হাসান লাবু :আজ রবিবার আনুমানিক দুপুর ১.০০ ঘটিকার সময় হরিপুর উপজেলার ০৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর ও হলদিবাড়ি রাস্তার মাঝামাঝি গন্দর ব্রীজে এ ঘটনাটি ঘটে।
রোহিত হরিপুর উপজেলার ০৩ নং বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের সোহাগ আলীর ছেলে ও হামিদুর একই উপজেলার ০৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রনহাট্টা গ্রামের মৃত আলম দর্জির ছেলে। রোহিত রনহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং হামিদুর একই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন ছেলে গন্দর ব্রীজের পার্শ্বে প্রবাহিত বন্যার পানির মধ্যেই ফুটবল খেলছিল ও কয়েকজন গোসল করছিল। এসময় পানির স্রোতে রোহিত ও হামিদুর গভীর পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের সহপাঠীসহ আশে-পাশের মানুষজন উদ্ধারের চেষ্টা চালায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই হামিদুরের লাশ উদ্ধার করা গেলেও রোহিতের লাশ তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
পরে, রানীশংকৈল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে। কিন্তু ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরিশেষে, দীর্ঘ ২ ঘন্টা পরে আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় রোহিতের লাশ উদ্ধার করা হয়।
০৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান ও হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।