বগুড়া জয়পুরহাট মহা সড়কের, কিচক বাজার টু পানিতলা ব্যস্ততম ফিডার সড়কে সামান্য বৃষ্টিতে অনেক সময় হাটু পানি, চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে হাটুরে-পথচারী, চলাচলকারি সিএনজি অটোরিক্মাসহ বিভিন্ন ভারী ও দুরপাল্লার যানবাহনকে পোহাতে হয় সীমাহীন দূর্ভোগ। দেখে মনে হবে এটি কোন কেনেল কিংবা ছোট পুকুর। মুলতঃ পাকা সড়কে পানির নহর।
স্থানীয়রা বলছেন, রাস্তার দু’পাশে অপরিকল্পিত বহুতল ভবন, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন চরম ভোগান্তি দেখার কেউ নেই।