মোঃ জামাল উদ্দিন, টঙ্গী প্রতিনিধি: গাজীপুর টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে মাত্র আটশত টাকার জন্য ছিনতাইকারী কর্তৃক পথচারী নিহত হওয়ার চাঞ্চল্যকর মামলা উদঘাটন করে টংগী পূর্ব থানার এসআই মোঃ শাহিন মোল্লা।
এজাহারে তিনি বলেন টঙ্গী পূর্ব থানার মামলা নং ৪(৬)২০২০ ইং ধারা- ৩০২/৩৯৪/৩৪ এর মামলার মূল রহস্য উদঘাটন করে ঘটনায় জড়িত আসামী মেহেদী হাসান ইমেল (২২) কে গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।। আদালতে আসামী ১৬৪ ধারা মতে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
ঘটনা বিবরণে জানা যায়,গত ০৭/০৬/২০২০ইং তারিখে ইয়াছিন মিয়া(২৫) টংগী ফায়ার সার্ভিসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ছিনতাইকারী কর্তৃক ছুরিকাঘাতে আহত হন।এরপর এক রিক্সা ওয়ালা তাকে শহীদ আহসানউল্লাহ মাষ্টার হাসপাতাল এ নিয়ে আসে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। সুত্রে আরো জানা যায়, উক্ত আসামীরা টঙ্গী ফায়ার ষ্টেশন এর সামনে মহাসড়ক থেকে রিক্সা থামিয়ে তার টাকা ও মানিব্যাগ নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আসামী খলিল কতৃর্ক ছুরিকাহতসহ আঘাতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকে অত্র মামলার মৃত ব্যক্তি। এরপর ক্লুলেস এই মামলাটি এস আই আ: সালাম ও এসআই রাজিবসহ উদঘাটন করে একজন সক্রিয় আসামীকে ডিসিষ্টের মোবাইল ফোন উদ্ধার করে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় দুঃসাহসী এসআই মোঃ শাহিন মোল্লা বলেন অচিরেই অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সক্ষম হব ।