ibn24 আইপি টিভি চেয়ারম্যান এসএ খানের পক্ষ থেকে টেকনাফে ওসি প্রদীপের নির্যাতনের শিকার ভিটেমাটিহীন সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসা সহায়তার জন্য দশ হাজার টাকা কেন্দ্রীয় বিএমএসএফ নেতৃবৃন্দের হাতে তুলে দেন। পরবর্তীতে গৃহ নির্মাণের জন্য আরো ২০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা শরীফ প্রধানের মাধ্যমে সহকর্মী ফরিদ মোস্তফার চিকিৎসা তহবিলে ৪হাজার টাকা এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গাজীপুর সভাপতি আবু বকর সিদ্দিকও ২ হাজার টাকা সহায়তা করেছেন।