টুটুল আমিন, ভোলাঃ ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর টাকা ছিনাতাইয়ের সময় দুই পেশাদার ছিনতাইকারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটকের পর পুলিশে তুলে দেয় জনতা।
আটককৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা বাদল মৃধার ছেলে হৃদয় (১৮) ও নরসিংদী জেলার বাসিন্দা রাজু মিয়ার ছেলে এছহাক (১৮) কে আটক করে। বর্তমানে এরা ঢাকার হেমায়েতপুর বসবাস করে।
পুলিশ ও ছিনতাইয়ের শিকার মুদি ব্যবসায়ী নুরনবী অরুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ১২টার সময় তুলাতলী বাজার থেকে হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে হরিবাড়ির সামনে রাস্তার দুই পাশে দড়ি টানিয়ে গতিরোধ করে ছিনাতাইসহ হত্যার চেষ্ঠা করে। এই সময় ডাক-চিৎকার দিলে রাস্তার পাশে থাকা স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় এক সদস্য পুকুরে পড়ে গেলে ওই ছিনতাইকারী সদস্যকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আটককৃতের হৃদয়ের তথ্যমতে অপর সদস্য এছহাককে অভিযান চালিয়ে আটক করা হয়। তবে ঘটনার সাথে জড়িত অপর সদস্য শুভ ও ফরহাদ পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেস্টা চলছে।
এ ঘটনায় মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে চারদিন আগে মনপুরায় আসে ছিনতাই চক্রটি, এরপর থেকেই ওই ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করে।