মোঃ মনির হোসেন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলোচিত শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি জনাব শাহিন সরকার ও সদস্য আশরাফ হোসেন আকছির এর আজীবন দাতা ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় মামলার রায় শেষ পর্যন্ত অপরিবর্তিত রেখে অর্থাৎ পূর্বের রায় অনুযায়ী ১লাখ টাকা জরিমানা ও আজীবন দাতা ভোটার সদস্যপদ বাতিল হয়ে যাওয়া রায়টি বহাল রাখে।আজ বৃহস্পতিবার(২৪/৯) আপিল বিভাগ এই রায়ের বিরুদ্ধে আবেদনটিকে খারিজ করে দেয়।বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক,বিচারপতি মোঃ নুরুজ্জামান,বিচারপতি ওবায়দুল হাসানসহ মোট চারজন বিচারপতি নিয়ে বেঞ্চ তৈরী করা বেঞ্চের মাধ্যমে এই রায় অপরিবর্তিত রাখেন।
এর আগে গত বছর শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভপতি শাহীন সরকার ও সদস্য আশরাফ হোসেন আকিছর এর বিরুদ্ধে অভিযোগ ওঠেছিল ক্ষমতায় থাকাকালে প্রধান শিক্ষকের সাথে আততীয়তা করে তারা দুজন বিদ্যালয়ের আজীবন দাতা ভোটার তালিকায় নাম লিখান।পরবর্তিতে হাজী মুছা মিয়ার কমিটির আমলে এই তালিকা দেখে ক্ষুব্ধ হয়ে আজীবন দাতা ভোটার হওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে হাজী মুছা মিয়ার নেতৃত্বে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে গত ২৭ইজুন ২০১৯ইং তারিখে মামলা দায়ের করলে গত ২৪ই জুলাই ২০১৯ইং মামলার রায়ে তাদের বিরুদ্ধে ১লাখ টাকা জরিমানা ও তাদের আজীবন দাতা ভোটার সদস্যপদ বাতিল করে দেওয়ার জন্য রায় প্রদান করা হয়।পরে শাহীন সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।আজ সেই আবেদন আপিল বিভাগ থেকে খারিজ হয়ে আসল।ফলে এখন থেকে বিদ্যালয়ের বোর্ডের আজীবন দাতা ভোটার তালিকা থেকে তাদের নাম সরানোর জন্য বাধা রইল না।