হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান): “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন,নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে রোয়াংছড়ি উপজেলা পরিষদের সভা কক্ষে দুর্যোগ প্রশমন দিবস-২০২০ইং উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্ল্যাহ আল জাবেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, অফিসের স্টাফ বাচনু মারমা।এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম। আলোচনা সভাতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বলেন দুযোর্গ বিষয়টি সভার পরিচিত হলেও সারা বছরের দুযোর্গের সাথে জরিত এবং বিশেষ করে রোয়াংছড়ি বাজারে আগুনের সম্মুখীন হয়েছেন এবং বর্ষাকালে পাহাড় ধস ও বন্যার পানির সম্মুখীন হতে হয় তাই দুযোর্গ মোকাবেলার জন্য সবাই কে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক সরকারি আধাসরকারি প্রতিষ্ঠানের সচেতনের প্রচার প্রসার করতে হবে। এসময় প্রধান অতিথির উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন বতর্মানে বাংলাদেশে মানুষের প্রত্যক করোনার সম্মুখীন হয়েছেন এতাও একটি দুর্যোগ। আমরা করোনার থেকে বাচার জন্য নানানভাবে পদ্ধতির অবলম্ভন ব্যববহার করতে হয়।