সাইফুল ইসলাম: জনপ্রিয় আইপি টেলিভিশন TN TV এর পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন টি এন টিভির উপদেষ্টা বিশিষ্ট কলামিষ্ট কবির নেওয়াজ রাজ ।তিনি এক বিবৃতিতে বলেন ,আমরা সবাই মানুষ ধর্ম যার যার উৎসব সবার। দেশকে স্বাধীন করার জন্য যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন হিন্দু-মুসলিম ভেদাভেদ ছিল না। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে হিন্দু মুসলিম এক হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে অংশগ্রহণ করেছিল। আমরা সবাই ভাই ভাই হিন্দু-মুসলিম বিভেদ নাই। মানুষ মানুষের জন্য। মানুষের জন্য মানবতা মানবতার জন্যই মানুষ। আসুন সকলে এক হয়ে আত্মমানবতার সেবায় কাজ করি। মহামারী করোনা ভাইরাসে পরিস্থিতিকে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা পালন করুন ।সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং টিএন টিভির এর সকল দর্শকদেরও শুভকাঙ্ক্ষীদের প্রতি রইল অবিরাম ভালোবাসা।